শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পিস্তলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
গ্রেপ্তারকৃত  মোহাম্মদ শামীম ওরফে নাছির
expand
গ্রেপ্তারকৃত মোহাম্মদ শামীম ওরফে নাছির

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ মোহাম্মদ শামীম ওরফে নাছির নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নাছির স্থানীয় মকবুল আহমেদের ছেলে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

সেনা ক্যাম্প- সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর একটি দল উনকোট এলাকায় অভিযান চালায়। এ সময় মোহাম্মদ শামীমকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

একই সময় সন্দেহভাজন আরেক ব্যক্তির বাড়ি থেকে ১৭৩টি ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করে সেনাবাহিনী।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার আনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, অস্ত্রসহ নাছির নামে একজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে।

ঢাকার বিভিন্ন থানা ও চৌদ্দগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন