

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফের আলোচিত আত্মস্বীকৃত ইয়াবাকারবারী নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারী টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল হুদার বিরুদ্ধে ১৬টি ইয়াবা পাচারের মামলা, এছাড়া অপহরণ, হত্যা ও মানিলন্ডারিংসহ মোট ২৮টি মামলা রয়েছে টেকনাফ মডেল থানায়।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, নুরুল হুদা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার অবস্থান শনাক্ত হওয়ার পর শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে হ্নীলা এলাকায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আজ শনিবার সকালে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন