

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৫ নভেম্বর বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার পথে চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহেদ মজুমদার লিশানও মারা গেছেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লিশানের খালাতো ভাই মনিরুল হক বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মন্নান মজুমদারের একমাত্র ছেলে।
গত ৫ নভেম্বর সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান লিশানের মা রিজওয়ানা মজুমদার শিল্পী, দুই বোন ফারজানা মজুমদার লিজা ও ফারহানা মজুমদার টিজা, বোনের শাশুড়ি রুমি বেগম এবং ননদ সাদিয়া পাটোয়ারী।
দুর্ঘটনায় আহত হন লিশান মজুমদার, তাঁর দুলাভাই উদয় পাটোয়ারী এবং ভাগনে সানাদ পাটোয়ারী। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকর্মীরা তাঁদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের হাসপাতালে ভর্তি করেন। পরে লিশানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে তাঁকে সেখান থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় স্ত্রী ও দুই মেয়ে হারানোর পর এবার একমাত্র ছেলেকেও হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন লিশানের বাবা আবদুল মন্নান মজুমদার। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ফালগুনকরা গ্রামে।
এদিকে স্ত্রী ও দু’ মেয়ের পর এবার একমাত্র ছেলেকে হারিয়ে বাবা আবদুল মন্নান মজুমদার এখন বাকরুদ্ধ।
এ বিষয়ে নিহতের প্রতিবেশী আবু বকর সুজন বলেন, একটি দুর্ঘটনায় পরিবারের চারজন মারা যাওয়ায় একা হয়ে পড়েছেন আবদুল মন্নান মজুমদার। তাকে সান্ত্বনা দেয়ার ভাষা কারো জানা নেই।
মন্তব্য করুন