

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ আমরা কলি হয়ে আছি, ইনশাল্লাহ একদিন ফুটবই— যদি জনগণ আমাদের সঙ্গে থাকে।’
রবিবার (৯ নভেম্বর) রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি দীর্ঘ সংগ্রামের পর একটি প্রতীক অর্জন করেছে— ‘শাপলাকলি’।
তার ভাষায়, “শাপলাকলি আমাদের নদীমাতৃক দেশের প্রতিচ্ছবি, আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রতীক, আর শুভ্রতার প্রতীক।”
তিনি বলেন, অনেকে রাজনীতিকে দূরের বা ভয়ানক কিছু মনে করেন। কারও কাছে এটি কেবল ধনীদের ক্ষেত্র মনে হয়।
“কিন্তু রাজনীতি এমন এক বিষয় যা আপনার জীবনধারা, রাষ্ট্রের দিকনির্দেশ— সবকিছুর সঙ্গে জড়িত। তাই রাজনীতিকে ঘৃণা না করে, দূরে না থেকে, এবার রাজনীতিকে নিজের হাতে ফিরিয়ে নেওয়ার সময় এসেছে,”— যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জনগণই সবসময় পরিবর্তনের চালিকা শক্তি।
“গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষই লড়াই করেছে। তাই এবারও দেশের উন্নয়নে যারা আন্তরিক, তারা রাজনীতিতে আসুন। এমন রাজনীতি গড়ুন, যা থাকবে জনগণের হাতে, টাকাওয়ালা বা চাঁদাবাজদের হাতে নয়।”
তিনি উল্লেখ করেন, “৫ আগস্ট আমরা সেই সংসদ ভবনকে জনগণের জন্য পুনর্দখল করেছিলাম, যেটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা চাই এই সংসদ সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করুক।”
নাহিদ ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কমিশনের মাধ্যমে দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে এবং সমাধানের পথ খোঁজা হয়েছে।
“সবকিছু এখন নির্ভর করছে এই সংসদের ওপর। এই সংসদ হবে সংস্কার পরিষদ সভা, যেখানে আমাদের প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়িত হবে। এবারের নির্বাচন তাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে,”— বলেন তিনি।
মন্তব্য করুন
