

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মাহবুল হক ভূঁইয়া (৫২) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
রবুবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার রতনপুর এলাকার বারোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল হক ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি আদ্রা দক্ষিণ ইউনিয়নের শাকতলী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে মাহবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। তিনি জামিনে থেকে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন। আজ (রবিবার)ও সেই মামলায় হাজিরা দিতে কুমিল্লা যাচ্ছিলেন তিনি। পথে রতনপুর এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আদেল আকবর বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নিজে থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে প্রধান শিক্ষক মাহবুল হক ভূঁইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। নিহতের পরিবারের সদস্যরা আসছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন