

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠকটি চলে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্তের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হয়।
এর ধারাবাহিকতায় কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন-
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): এখনো ঘোষণা হয়নি
কুমিল্লা-৩ (মুরাদনগর): উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান আল শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
কুমিল্লা-৪ (দেবিদ্বার): সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন
কুমিল্লা-৬ (আদর্শ সদর–সদর দক্ষিণ–কুমিল্লা সিটি করপোরেশন): চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৭ (চান্দিনা): ঘোষণা বাকি
কুমিল্লা-৮ (বরুড়া): দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): সাবেক সংসদ সদস্য মো. আবদুল গফুর ভূঁইয়া
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা
দলীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট আসনগুলোতে স্থানীয় নেতৃত্ব, জোট সমন্বয়।
মন্তব্য করুন