শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
expand
যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে দক্ষিণ জেলা যুবদলের একটি প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার উল আজিম ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উভয়পক্ষ প্রথমে মুখোমুখি অবস্থান নেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন।

সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু জানান, জেলা যুবদলের টিম প্রথমে উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা বললেও পরে আজিম গ্রুপকে বাদ দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। অপরদিকে কালাম গ্রুপের নেতা সরোয়ার জাহান দোলন দাবি করেন, বহিরাগতদের এনে সংঘর্ষ ঘটানোর চেষ্টা করা হয়েছিল।

জেলা সাংগঠনিক টিমের প্রধান অ্যাডভোকেট মাসুদ হাসান বলেন, মতবিরোধের বিষয়গুলো শোনা হয়েছে, দ্রুত সমাধান হবে আশা করছি।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন