

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মেঘনার চাল্লিভাঙ্গা বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম নিজাম সরকার (৩৫)। তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলার চন্ডীভাঙ্গা গ্রামের বাসিন্দা।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), ওয়াসিম (৩৫), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিস সরকার (২৫), সুমন (২৪) ও হানিফ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি এবং উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম গ্রুপের মধ্যে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ১১ জন আহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নিজাম সরকারের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    