

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দূর্বল প্রশাসনের মাধ্যমে কোনো নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌর শাখা আয়োজিত উলামা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ। কোরআন-সুন্নাহর আলোকে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। নবির আদর্শে অনুপ্রাণিত হয়ে আলেম সমাজকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আজ কেন আলেমরা পারবেন না? সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলামি শক্তি ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে।”
সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকা’র পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, লাকসাম মদিনাতুল ইসলামিয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের এবং ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী প্রশাসন গঠন জরুরি। দূর্বল প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে ব্যর্থতা ঘটলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না।”
বক্তারা বলেন, ইসলামই ন্যায়ের প্রতীক, তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ইসলামী মূল্যবোধে ফিরে আসতে হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
