

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় মদপানে দুইজন মারা গেছেন। তারা হলেন তপন চন্দ্র সরকার (৫০) ও পলাশ চক্রবর্তী (৩৮)।
বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুইজন ভোরে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) পান করেন এবং অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করা হয়। তপন চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, হোমিওপ্যাথি দোকানের মদপানই দুইজনের মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
 
 
                    