শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
দাউদকান্দি মডেল থানা
expand
দাউদকান্দি মডেল থানা

কুমিল্লার দাউদকান্দিতে মো. আল-মামুন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বিভিন্ন থানায় ২৩টি মামলার আসামি ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এই হত্যাকাণ্ড ঘটে। মৃত আল-মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

ওসি জুনায়েত চৌধুরী জানান, মামুন ও আরও ৩ নারী রাতে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। বাস থামার পর পানি কিনতে নামার সময় ৩-৪ জন ধারালো অস্ত্রধারী তাকে হামলা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, আল-মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এর আগে তিনি ইয়াবা ও মদসহ গ্রেপ্তার হয়ে জামিনে বের হন। হত্যার সঠিক কারণ ও পরিকল্পনা তদন্তে বেরিয়ে আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন