শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তরুণ খুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিহত শফিউল্লাহ
expand
নিহত শফিউল্লাহ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ১৮ বছর বয়সী শফিউল্লাহকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া সদরের দক্ষিণ অংশে ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খেলাকে কেন্দ্র করে এলাকায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় নামে একজন এবং তার সঙ্গে থাকা ৭-৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন।

শফিউল্লাহ গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা অভিযোগ করেছেন, তার ছেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক টমাস বড়ুয়া জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন