শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতার লাঠিপেটা, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম
প্রবাসীর স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতার লাঠিপেটা
expand
প্রবাসীর স্ত্রীকে বেঁধে যুবলীগ নেতার লাঠিপেটা

কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ উঠেছে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনা ঘটে শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে। ভিডিওটি মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রহমান একজন নারীকে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি পেটা করছেন। নারীর পাশে একজন পুরুষকেও বেঁধে রাখা হয়েছে।

ওই নারী চিৎকার করে ‘বাবা বাবা’ করতে থাকে। পরে ওই গৃহবধূকে পার্শ্ববর্তী তারা পুষ্করুণী গ্রামের অভিযুক্ত বিল্লাল মিয়ার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। নির্যাতিত গৃহবধূ গোপালনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিল্লাল মিয়ার সঙ্গে গৃহবধূর অনৈতিক সম্পর্কের অভিযোগে ১৬ অক্টোবর রাতেই স্থানীয়রা তাদের আটক করেন।

পরে বজলুর রহমান সেখানে উপস্থিত হয়ে ওই নারীকে কিছু আঘাত করেন। পরদিন ১৭ অক্টোবর ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত মোতাবেক, নারীকে বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।

বজলুর রহমান বলেন, ওই নারী আমার ভাতিজার স্ত্রী। পার্শ্ববর্তী গ্রামবাসী ১৬ অক্টোবর রাত ১টার দিকে তাদের হাতেনাতে ধরে আমাকে খবর দেন। আমি উপস্থিত হয়ে কয়েকটি আঘাত করি। পরদিন স্থানীয় লোকজনের সঙ্গে সালিশ করে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, বিল্লাল মিয়ার বিবাহিত এবং তার সংসারে স্ত্রী ও চার মেয়ে রয়েছে। নির্যাতিত গৃহবধূও দুই সন্তানের জননী।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন