

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার হোমনা উপজেলায় খেয়া পারের সময় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের চর মাইজদী এলাকায় খেয়া পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন , সামিয়া আক্তার (১৫), দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
তার সহপাঠী রুমানা আক্তার (১৬), একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের সহপাঠী রুমানার বড় বোন রোজিনা আক্তার (১৮), স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তারা খেয়া পার হতে গিয়ে নৌকাডুবির শিকার হন। নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, খেয়াঘাটে নৌকা পরিচালনার ক্ষেত্রে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের মাতম চলছে।
এটি একটি কাল্পনিক সংবাদ প্রতিবেদন, যা কেবলমাত্র উদাহরণস্বরূপ তৈরি করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    