শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট চুরি ঠেকাতে মা-বোনেরা রাস্তায় থাকবেন: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
জনসভার একাংশ
expand
জনসভার একাংশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ঠেকাতে মা-বোনেরা জুলাই আন্দোলনের মতো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেবে। ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করা হলে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্ম, জুলাই আন্দোলনের যোদ্ধা, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ একত্র হয়ে ভোট ডাকাতি প্রতিহত করবে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের ধরে পুলিশে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোট চুরি ঠেকাতে এবার কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হবে না; জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল তারাই যথেষ্ট।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের পানি ও সহায়তা দিয়েছেন, এবার তারাই ভোট চুরি ঠেকাতে ভূমিকা রাখবেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, এখনো একটি মহল ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে এবং সব ‘অশুভ পরিকল্পনা’ নস্যাৎ করতে হবে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের রক্তের বিনিময়ে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

এনসিপির এই নেতা দাবি করেন, শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে ভোট চুরির রাজনীতির অবসান হয়েছে। যারা আবার ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, একটি দল গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না-এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘হ্যাঁ ভোটের শর্তে এমন কোনো কথা লেখা আছে কি না।’ তিনি ভোটারদের দুটি ভোট দেওয়ার আহ্বান জানান-একটি শাপলা কলি প্রতীকে, অন্যটি ‘হ্যাঁ’ ভোট।

সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেনসহ অন্যান্য নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X