

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে নাঙ্গলকোট পৌরবাজারে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে বিএনপি এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল শুরুর আগে অনেকে কাফনের কাপড় পরে ‘মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দিতে হবে’—এ স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল পৌরবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি নরুল আমিন জসিমসহ স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা। বক্তারা দাবি করেন, গত ১৭ বছর ধরে মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোটে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ যিনি অতীতে ক্ষমতাসীন দলের সঙ্গে ‘আতাত’ করেছেন, তাঁকেই এবার মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।
বক্তারা মনোনয়ন পরিবর্তন করে মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মন্তব্য করুন
