

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের প্রতিটি নাগরিক—ছাত্র–ছাত্রী, প্রবীণ–নবীন—সবার প্রয়োজনীয় বিষয় বিএনপির ৩১ দফার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় জেলা বিএনপির সভাপতি বলেন, “ভাইয়েরা ও মায়েরা, আপনারা জানেন—আজকে যারা এখানে এসেছেন, তারা সবাই জানেন এটি নির্বাচনী প্রচারণার অংশ। কোন নির্বাচন? সেই নির্বাচন—যেখানে আপনারা ভোট দিতে পারবেন। আজকে ভোট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের এই নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য হলো আপনাদের জানানো যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেখানে আমরা নিশ্চয়ই ভোট দিতে পারব। কারণ স্বৈরাচার পালিয়ে গেছে—আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফলে।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের দলের প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন—‘জনগণই সকল ক্ষমতার উৎস।’ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেন—জাতীয়তাবাদে বিশ্বাসীরা সবসময় জনগণের পাশে থাকে, জনগণের জন্য কাজ করে।”
চুয়াডাঙ্গা–২ আসনের মনোনীত প্রার্থী আরো বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ রাষ্ট্রের মালিক হয়েও মালিকানা প্রয়োগ করতে পারেনি। ছাত্র–জনতার জীবন উৎসর্গ এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন–সংগ্রামের বিনিময়ে আমরা সেই মালিকানা ফিরে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমি আমার ইচ্ছামতো ভোট দিতে পারব, আপনিও আপনার ইচ্ছামতো ভোট দিতে পারবেন।”
বাবু বলেন, “ইচ্ছামতো ভোট দিতে পারা মানে দায়িত্ব সঠিকভাবে পালন করা। আমাদের দায়িত্ব হচ্ছে যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, যারা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী, যাদের দেশ পরিচালনার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা আছে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া।
আমাদের নেতা তারেক রহমান তিন বছর আগে থেকেই রাষ্ট্র সংস্কারের দফাগুলো প্রণয়নের কাজ শুরু করেছেন। সর্বশেষ যে ৩১ দফা দেওয়া হয়েছে, জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা প্রতিটি দফা বাস্তবায়ন করব। বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন—সেটি এই ৩১ দফার মধ্যেই অন্তর্ভুক্ত।”
সভায় পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ শফি সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।
মন্তব্য করুন