

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪০.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ ৮৩ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন- দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে হাসেম বিশ্বাস (৪৮)।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (বুধবার) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এর নির্দেশে একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৯৩/৩-আর হতে প্রায় ১২০০ গজ বাংলাদেশের ভেতরে কুতুবপুর পাকা রাস্তার পাশে ফাঁদ পাতে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে। তার শরীর তল্লাশিতে দেখা যায়, তিনি লুঙ্গির কোচরে স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটে স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন। ওই প্যাকেট থেকে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সুবেদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারটি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী বলেন, 'সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার করতে দেওয়া হবে না।'
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
