বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ফটিকছড়ির তৃণমূলকে ‘ধানের শীষ’ উপহার দিয়েছেন: সরওয়ার আলমগীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সরওয়ার আলমগীর
expand
চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফটিকছড়ির তৃণমূল নেতাকর্মীদের ‘ধানের শীষ’ উপহার দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়া।

তিনি বলেন, “একটি গুপ্ত সংগঠন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে নাজিরহাট বাজারে বিশাল গণমিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবার কথা বলেন। মিছিলটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঝংকার মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন— ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, এইচ এম নাছির উদ্দীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, এস এম মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, হাসানুল কবির, গাজী আমান, আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ, মোজাম্মেল অভি প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন