

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তাঁর মতে, ভয়ভীতি ও পক্ষপাতদুষ্ট আচরণ চলতে থাকলে জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশাল সদর উপজেলায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, তাঁর দলের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং রাজনৈতিক পরিচয় বিকৃত করে গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এতে নির্বাচনী পরিবেশ ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমানে ভোটারদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এই আগ্রহ ধরে রাখতে হলে সরকার ও প্রশাসনকে অবশ্যই সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মাঠে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার পরও যদি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তবে সেটি প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। ভোটাররা দল-মত নির্বিশেষে সবার আগে নিজেদের নিরাপত্তা চায়—এই বাস্তবতা প্রশাসনকে অনুধাবন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, জুলুম, মাস্তানি ও গুন্ডামিমুক্ত রাজনীতির কারণে সাধারণ মানুষের আস্থা এই দলের প্রতি বাড়ছে। সাম্প্রতিক সময়ে শেরপুরে প্রাণহানির ঘটনা, ভোলায় নারী কর্মীদের ওপর হামলা এবং বরিশালে ভয়ভীতির পরিবেশকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি এসব ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।
নারী ভোটারদের প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ইসলামে নারীদের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত। সে কারণেই নারী ভোটারদের একটি বড় অংশ হাতপাখা প্রতীকের প্রতি আস্থাশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে নারী ভোটারদের এই সমর্থন আরও বিস্তৃত হবে বলেও তাঁর মন্তব্য। সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে তিনি বলেন, অনুকূল পরিবেশ না থাকায় মাঠে অস্থিরতা তৈরি হচ্ছে। তবে শান্তি, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
মন্তব্য করুন
