

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মো রাজু (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া নামক খাল থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির কবির হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু সম্প্রতি প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনা নিয়ে পরবর্তী সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। এরপর গত ২১ জানুয়ারি রাতে রাজু নিখোঁজ হন।
পরদিন ২২ জানুয়ারি তার বাবা কবির হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নিখোঁজের পাঁচ দিন পর খাল থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।’
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন
