

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়িতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নজরুল ইসলাম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাটি ব্যবসায়ী উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের মো: আলমগীরকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং একই গ্রামের কাজী মো. হাবিবুল্লাহকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরণের কাজ আর করবেননা মর্মে মুচলেকা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো নজরুল ইসলাম জানান, আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
মন্তব্য করুন
