

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রুইশ্যার বাড়িতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রাণপণ চেষ্টা করলেও আগুনের তীব্রতার কাছে হার মানতে হয়। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাপড়-চোপড়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র—সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজাহান মাস্টার ও আবদুল মোনায়েম—এই ছয়জনের বসতঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত ছড়িয়ে পড়ায় ছয়টি বসতঘরই সম্পূর্ণ পুড়ে যায়।”
মন্তব্য করুন
