

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরে এক নবজাতককে ঘিরে অদ্ভুত ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এক অজ্ঞাত যুবক মৃত দাবি করে শিশুটিকে পৌর কবরস্থানে নিয়ে আসে।
কবর খোঁড়ার কাজ চলছিল, এমন সময় আজান দেওয়া হলে শিশুটি হঠাৎ নড়ে ওঠে। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়।
পরে সাংবাদিকদের মাধ্যমে নবজাতককে দ্রুত শহরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে এনআইসিইউতে ভর্তি করা হলেও রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে প্রায় ৩০-৩৫ বছরের এক যুবক একটি কার্টনে শিশুটিকে নিয়ে আসে এবং মৃত বলে দাবি করে দ্রুত দাফনের পরামর্শ দিয়ে সরে যায়। কিন্তু আজানের সময় শিশুটি জীবনের চিহ্ন দেখালে বিষয়টি ফাঁস হয়ে যায়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, স্থানীয় সংবাদকর্মীরাই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন শিশুটির দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
শিশুটির চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ছোটন মিয়াজী বলেন, নবজাতকটির ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম এবং জন্মের পর থেকেই শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন সরবরাহসহ সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, শিশুটির পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরিবারের অজ্ঞাত পরিচয় ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত না করে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    