রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
স্বজনদের আহাজারি
expand
স্বজনদের আহাজারি

চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইন (৩৫) এর দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০) এর।

ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক আঘাত করতে থাকেন।

ভয়াবহ কোপে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হওয়া উচিত।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন