শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাস বন্ধ মেরিন টেকনোলজির প্রশিক্ষণ, বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি
expand
চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শিক্ষার্থী আন্দোলনের কারণে প্রশিক্ষণ কার্যক্রম প্রায় তিন মাস বন্ধ থাকায় বিদেশগামী শ্রমিকরা সমস্যায় পড়েছেন। সম্প্রতি সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও বিদেশগামীদের জন্য প্রশিক্ষণ এখনও বন্ধ রয়েছে।

প্রশিক্ষণের অভাবে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে, তবে সঠিক প্রশিক্ষণ না পাওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সিডিসিসহ নানা দাবি আদায়ের জন্য আন্দোলনে নামেন। দাবি না পূরণের কারণে ২৫ মে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা দেন। এতে শিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আশপাশের ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হন।

কয়েকজন শিক্ষার্থী জানান, প্রশিক্ষণ বন্ধ থাকায় বিদেশযাত্রা বিলম্ব হচ্ছে। অন্যত্র প্রশিক্ষণ নেওয়া হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তারা আশা করছেন, দ্রুত মেরিন একাডেমিতে বিদেশগামীদের জন্য প্রশিক্ষণ পুনরায় শুরু হবে।

এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, যেখানে দক্ষ জনশক্তি গড়ার কথা বলা হচ্ছে, সেখানে প্রতিষ্ঠান বন্ধ রাখা আত্মঘাতী সিদ্ধান্ত। স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন, একাডেমি বন্ধ থাকায় বেচাকেনায় ক্ষতি হয়েছে। সচেতন মহলের দাবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পদক্ষেপ জরুরি।

মেরিন একাডেমির প্রশিক্ষক মো. মুকুল হোসেন জানিয়েছেন, ছাত্র আন্দোলনের কারণে তিন মাস প্রতিষ্ঠান বন্ধ ছিল। বর্তমানে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও বিদেশগামীদের প্রশিক্ষণ বন্ধ রয়েছে। প্রতি মাসে প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিত।

সিনিয়র প্রশিক্ষক সিরাজুল আবেদীন জানিয়েছেন, চলতি সপ্তাহে ক্লাস শুরু হয়েছে। সাড়ে ৩০০ শিক্ষার্থীর মধ্যে অল্প কয়েকজন ক্লাসে উপস্থিত হয়েছে, আশা করা হচ্ছে আগামী সপ্তাহে সবাই ফিরবে। বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণ না পাওয়ায় তারা ঢাকায় বা অন্যান্য স্থানে গিয়ে প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য কষ্ট এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন