

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কারাবন্দি ভোটাররা অন্তর্ভুক্ত রয়েছেন।
জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা বলেন, জেলা কারাগারে রেজিষ্ট্রেশনের শেষ সময় পর্যন্ত ৬৫০জন কয়েদি থাকলেও কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেন। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ২ জন নারী ভোটার রয়েছে। এদের মধ্যে ২৫ জন চাঁদপুরের বিভিন্ন সংসদীয় আসনের ভোটার। আর বাকি ৮জন দেশের বিভিন্ন জেলার ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
তিনি আরো বলেন, কারাবন্দিদের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধিমালা অনুসরণ করে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই এই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।
মন্তব্য করুন
