শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে চাঁদপুরে ইমাম সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
চাঁদপুরে ইমাম সম্মেলন
expand
চাঁদপুরে ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে চাঁদপুর জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক ইমাম অংশগ্রহন করেন।

গণভোটের প্রচারনায় ইমামগণ কি ধরণের ভূমিকা রাখবেন এবং রাষ্ট্রের জন্য হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বক্তব্যে বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের জন্য নির্দেশনা এসেছে দুটি ভোটের বিষয়। একটি জাতীয় নির্বাচন এবং আরেকটি হচ্ছে গণভোট। সকলের অংশগ্রহনে হচ্ছে গণভোট। এটি আমাদের প্রয়োজন আছে। আপনাদের বলছে মুসল্লীদের উদ্দেশ্যে হ্যাঁ ভোট থাকলে হ্যাঁ ভোট দেয়ার জন্য।

ডিসি আরো বলেন, নির্বাচন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে আমার দারা জিরো ভাগ ব্যত্যয় ঘটবে না। কোন পক্ষ নয়, নিরেপক্ষভাবে স্বচ্ছতা ও দৃঢ়তা নিয়ে চাঁদপুর জেলায় একটি সুন্দর নির্বাচন করতে চাই, এটি আমি আপনাদের সাথে ওয়াদা করছি।

নাজমুল সরকার বলেন, বিগত সময়ে নির্বাচনে বহু সমস্যা ছিলো। আমি কোন রাজনৈতিক দলকে বলছি না। ওই সময় আমি আপনি জীবীত ছিলাম। ওই সময় অনেক কু-সংস্কার ছিলো। ওই সময়কার সেই খোলসটাকে আমরা টেনে নতুনভাবে আনতে চাই। এটি খুবই সহজ কাজ নয়। অতএব আমরা কেউ থাকবো না। আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে একটি ভালো নির্বাচন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম সরকার। দেশের মঙ্গল ও সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মো. মিজানুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X