শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তারা আমেরিকার নীতি চালু করতে চায়: রেজাউল করিম

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, তারা এখন যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়; বরং এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে কারণে একসাথে ছিলাম, সেই কারণেই আজ সেখান থেকে বেরিয়ে এসেছি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলাম। কিন্তু বর্তমানে তারা আলাদা হয়েছেন, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।

পথসভায় শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X