

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদেুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের বালিকান্দি এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড (অনাদায়ে এক মাসের জেল) দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা।
দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন উপাধি উত্তর ইউনিয়ন বালিকান্দি গ্রামের মৃত লাল মিয়া শৈয়ালের ছেলে মজিব শৈয়াল।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইন অনুযায়ী, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করায়, একজনকে এক বছরের বিনাশ্রম জেল ও এক লক্ষ টাকা অর্থদণ্ড (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) প্রদান করা হয়েছে।
মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা বলেন, জমির মালিককে ফসলি জমি থেকে মাটি কাটার নিষেধ করার পরও উনি মাটি কেটে বিক্রি করছেন। ফসলি জমি থেকে কোনভাবেই মাটি কাটা যাবেনা। ফসলি জমি রক্ষায় আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
