শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার পরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে জামায়াতে ইসলামীর একটি মিছিল বোরহানগঞ্জ বাজারের প্রধান সড়ক দিয়ে শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির একদল নেতাকর্মী মিছিলে হামলা চালায়। এরপর দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ একে ‘গণতন্ত্রের ওপর নগ্ন হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তাদের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই অত্যন্ত পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। বিএনপির এই উগ্র আচরণ স্থানীয় রাজনীতিকে অস্থিতিশীল করার একটি নোংরা পাঁয়তারা বলে তারা মন্তব্য করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। যদিও এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে শান্তি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X