

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া থেকে খুরশীদা বেগম (৭০) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
খুরশীদা বেগম সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আয়নাতলী ফেরুয়া গ্রামের পূর্ব হাজি বাড়ির মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তার কোন সন্তান নেই এবং স্বামীর সাথে বেশ কয়েকবছর আগে বিবাহ বিচ্ছেদ হয়।
পুলিশ ও স্থানীরা জানান, খুরশীদা বেগম স্বামীর সাথে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। গত প্রায় ৫ বছর আগ থেকে তিনি মানসিক রোগে আক্রান্ত। বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করান। প্রায় সময় তিনি না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। লোকজন গিয়ে তাকে খুঁজে আনতেন।
বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে খাবারের পরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে তাকে নাস্তা খাওয়ার জন্য ঘরে ডাকতে গিয়ে আরে খুঁজে পাননি। পরে ঘটনাস্থলে মরদেহ পাওয়াগেছে এমন সংবাদে ওই বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়াগেলে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে। তবে ওই বৃদ্ধার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মন্তব্য করুন
