

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শত শত নেতাকর্মী কাফনের কাপড় পরে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কড়ইতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইয়ূব খান প্রমুখ।
বক্তারা বলেন, দলের মনোনয়ন পাওয়া মুশফিকুর রহমানের কোনো খোঁজ ছিল না গত ১৭ বছর। তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের ফেলে কানাডায় চলে গিয়েছিলেন। অন্যদিকে কবীর আহমেদ ভূঁইয়া একা দল ও নেতাকর্মীদের আগলে রেখেছেন। এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে বয়োবৃদ্ধ ও অসুস্থ মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তার মনোনয়ন বাতিল করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য করুন