

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন ১৩ ই (নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে আজ ১২ নভেম্বর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাত ৯ টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগর শাখা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদরা সতর্ক অবস্থান ও প্রস্তুতি নিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, "ছাত্রলীগের পান্ডারা অতর্কিতভাবে টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে।
আরেক জুলাই যোদ্ধা হাবিবুর রহমান বলেন, "খুনি লীগের অভিভাবক ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কুত্তা লীগকে এতিম করে রেখে গিয়েছে।
তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, "তোরা গর্তে লুকিয়ে আছিস গর্তেই থাক, বের হইলে একটারও পিঠের চামড়া থাকবে না। জুলাই যোদ্ধারা, জুলাইয়ের গাজীরা শহীদের পরিবার ঘুমাই নাই তোদেরকে প্রতিহত করার জন্য সদা জাগ্রত আছে তারা।"
বিগত দুইদিন যাবত ঢাবি ক্যাম্পাসের চারপাশে নিরাপত্তার স্বার্থে বিজিবি এবং পুলিশের একাধিক টিমকে টহল দিতে দেখা গেছে। তাছাড়া ঢাবি ক্যাম্পাসের চারপাশ সচিবালয়, বাংলা একাডেমি, শাহবাগ চত্বরসহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, র্যাব এবং পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এত কিছুর পরেও আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।
মন্তব্য করুন