সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন: জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করে
expand
আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪১, ৫০, ৫১ ও ৫২ অনুযায়ী এই জরিমানা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়—ফ্যাক্টরিটিতে মেয়াদোত্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার এবং ক্রিম ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া উৎপাদিত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও প্রয়োজনীয় লেবেলিংও ছিল না।

অভিযানে বরফ, পানি ও অন্যান্য উপকরণের মান নিয়েও অসঙ্গতি ধরা পড়ে। এসব অপরাধের কারণে ফ্যাক্টরির মালিক রাকিব আলীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন নবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন