সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
আটককৃত নাঈম শেখ
expand
আটককৃত নাঈম শেখ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গাঁজাসহ নিজ মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বুড়িখালী এলাকায় আনসার সেখ নামের এক ব্যক্তি তার ছেলে নাঈম শেখকে গাঁজাসহ হাতে-নাতে ধরে নাজিরপুর থানায় খবর দেন।

খবর পেয়ে স্থানীয় চৌকিদার মো. এনামুল হকের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে নাঈম শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

নাজিরপুর থানার উপসহকারী পরিদর্শক মো. সাজেদুর রহমান বলেন, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত। তাঁর কারণে পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছিল। তিনি নেশার টাকায় না পেলে বাড়ির সদস্যদের মারধর করতেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাঈম শেখকে হাতে-নাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ আল মাহামুদ ভূঁইয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে। অভিযুক্তকে দোষী প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন