

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজের বাসা থেকে ৪৭ বছর বয়সী এনামুল হক নামে একজন ট্রেন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পৌর এলাকার মসজিদপাড়ার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কুষ্টিয়ার মীরপুর বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে এবং পেশায় সহকারী ট্রেন চালক ছিলেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, এনামুল হক একাই ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক ধারণা, তার মৃত্যু কয়েকদিন আগে ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
