বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা সেতুতে ট্রেনের ইঞ্জিন বিকল, বগি বিচ্ছিন্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
মেঘনা রেলসেতুতে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে
expand
মেঘনা রেলসেতুতে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-মুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীর সেতুর ওপর আটকা পড়ে। এর আগে ট্রেনের পাঁচটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে গেলে আশুগঞ্জে ঢোকার সময় পাঁচটি বগি আলাদা হয়ে যায়।

পেছনের বগি ছাড়া ট্রেনটি আশুগঞ্জে প্রবেশ করেছিল। পরে মেঘনা সেতুর ওপর ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি স্থগিত থাকে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, বিকল ইঞ্জিনের কারণে এক লাইনে ট্রেন চলাচল করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X