শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম
expand
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুটি গ্রামের বাসিন্দারা।

পুকুরে গোসল করা নিয়ে শুরু হওয়া এই বিরোধ রাতে গড়ায় রক্তক্ষয়ী সহিংসতায়, যেখানে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি হয় দুই পক্ষ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে। সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের এক তরুণ, তাইম, তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। সেসময় ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন স্থানীয় তরুণ তাদের সঙ্গে বচসায় জড়ান এবং পরবর্তীতে তাইম ও তার সঙ্গীদের মারধর করেন। এ ঘটনার রেশ পড়তে সময় লাগেনি—রাত নামতেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।

রাত ঘনিয়ে আসার পর, দেশীয় অস্ত্র যেমন টেঁটা, বল্লম, লাঠিসোটা হাতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। আশ্চর্যের বিষয়, পুরো সংঘর্ষটি ঘটে টর্চ লাইটের আলোয়, যেন পরিকল্পিতভাবেই অন্ধকারকে ঢাল বানিয়ে হামলা চালানো হয়।

এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। অল্প সময়েই পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা নেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে করে পুনরায় কোনো উত্তেজনা না তৈরি হয়।

তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন