

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত প্রায় ২ হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার উদ্যোগে।
“দৃষ্টি সবার অধিকার, বয়স হলে ছানি হয় চিকিৎসায় ভালো হয়” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা নিতে আসা বাপ্পু কান্না জড়িত কণ্ঠে বলেন, স্যার আমার একটা চোখ আগেই নষ্ট হয়ে গেছিল গা, অহন আরেকটাও নষ্ট হয়ে যাইতাছেগা। চা-সিঙ্গারা বেইচ্চা সংসার চালাইতাম। অহত আর চোখে দেহিনা। ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। বাচ্চার মুখটাও দেখিনা কতদিন, আমি কি আর দেখতে পামু স্যার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব লায়ন মফিজ উদ্দীন আহম্মেদ ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট ও অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ শোহান, লায়ন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল মোয়াজ্জেম হোসেন চৌধুরী, লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, প্রফেসর মুজিবুর রহমান, অধ্যক্ষ মো. ওমর আলী, ওসি সুদীপ রায় পলাশ, লায়ন সায়মন চৌধুরী প্রমূখ।
এদিন চিকিৎসা ছাড়াও মেধাবী ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, ১০ জন পঙ্গু ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১,০০০টি সবুজ গাছের চারা বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ শোহান বলেন, সমাজের প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষা ও পরিবেশ রক্ষায় আমাদের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    