শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভাবে দুই সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
অভাবে দুই সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি
expand
অভাবে দুই সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চরম দারিদ্র্যের কারণে দুই সন্তানকে বিক্রি করেছেন লালন মিয়া ও তার স্ত্রী মারুফা আক্তার (৩৫)। ভিক্ষাবৃত্তি ও দিনমজুরির টানাটানিতে চলা সংসারে এ ঘটনা এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে সন্তান জন্মের মাত্র ১৫ দিন পর নবজাতককে অন্যের হাতে তুলে দেন মারুফা। বিনিময়ে তারা পান ৫০ হাজার টাকা। এর আগে আরও একটি সন্তানকে ৪৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন এই দম্পতি।

তাদের পরিবারে বর্তমানে পাঁচ সন্তান আছে। অভাবের কারণে সংসার চালানো ও চিকিৎসার খরচ জোগাতে না পেরে সন্তান বিক্রি ছাড়া উপায় দেখেননি লালন-মারুফা।

নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নে গিয়ে দেখা যায়, দম্পতি অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছেন। ঘরে নেই কোনো আসবাবপত্র। অসুস্থ মারুফা মাটিতে বসে আছেন, আর তার চারপাশে ছোট ছোট শিশু ভাত খাচ্ছে সেদ্ধ লাউ দিয়ে। দৃশ্য দেখে বোঝা যায়, পরিবারটি দীর্ঘদিন ধরেই না খেয়ে আছে।

মারুফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভাবের জন্য মানুষ গালি দেয়, লাথি দেয়। শিশুদের মুখে দুধ জোটে না। শোবার বিছানা নেই। বুকের ভেতর আগুন জ্বলে, কিন্তু কিছু করার উপায় নাই। সন্তান বিক্রি করেছি, কারণ পেটে ভাত না থাকলে কেউ খোঁজ নেয় না।

লালন মিয়া জানান, সন্তান জন্মের পর স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং নবজাতকও অসুস্থ ছিল। চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে তারা বাধ্য হয়েই সন্তান বিক্রি করেছেন।

দম্পতির আত্মীয়রা জানান, ভিক্ষা করে সংসার চালান তারা। কারও সহায়তা পান না। তাই সন্তান বিক্রির পথ বেছে নিয়েছেন।

স্থানীয় এক নারী বলেন, জন্মের পর থেকেই শিশুটি নানা রোগে ভুগছিল। তাদের সংসারে আগে থেকেই পাঁচ সন্তান রয়েছে। তাই চিকিৎসা ও খাওয়ানোর সামর্থ্য না থাকায় বিক্রি করেছে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী বলেন, বিষয়টি আগে জানা ছিল না, তবে খোঁজ নেওয়া হচ্ছে।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, নতুন দায়িত্ব পেয়েছেন, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। পরিবারটিকে সরকারি সহায়তা ও আশ্রয়ণের ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ভূইয়া বলেন, দারিদ্র্য আগে থেকেও ছিল, তবে পারিবারিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতা কমে যাওয়ায় এখন সন্তান বিক্রির মতো ঘটনা সামনে আসছে। রাষ্ট্রীয় দপ্তরগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করলে এসব পরিস্থিতি এড়ানো সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন