শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
ইনসানিয়াত বিপ্লবের ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
expand
ইনসানিয়াত বিপ্লবের ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইনসানিয়াত বিপ্লবের ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে আপেল প্রতীকে ভোট প্রত্যাশা করেছেন দলের নেতারা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে জেলা সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় ইশতেহার ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ। ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ হানিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনীত প্রার্থী এডভোকেট রাফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, মানবিক রাষ্ট্রব্যবস্থা ও সামাজিক সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে। ঘোষিত ৪৮ দফা ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী নির্বাচনে আপেল প্রতীকে ভোট দিয়ে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X