

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কসবা-আখাউড়া আসনে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, কারো সাথে কোনো প্রতিহিংসা, প্রতিশোধ এবং কোনো অন্যায় যেন না হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কসবা উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সকলকে বাংলাদেশের মানুষ হিসেবে দেখবে। কোন ভেদাভেদ থাকবেনা। কোনো মামলা বানিজ্য হবেনা, আমাদের কসবা-আখাউড়া তথা বাংলাদেশ একটা স্বর্ণযুগের পরিণত হবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য রেখে গেছেন তাঁর অকৃত্রিম ভালবাসা। তিনি চাইতেন দেশের মানুষের জীবন যাত্রার মান যেন উন্নত হয়ে এবং আমরা যেন পৃথিবীতে একটি ভাল জাতি হিসেবে গর্ববোধ করতে পারি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নয় তিনি ছিলেন বিশ্বনেত্রী। তিনি সকলের নিকট বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করেন।
দল থেকে তাঁকে এই আসনে মনোনীত করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভালবাসায় বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো আমরা সমাধান করবো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি ও কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াস'র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপি সদস্য বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহবিন রহমান মুনিয়া, জামাতা মো. আশফাক হোসেন, নাতি আকিব জামিল রহমান ও আফিফ জামিল রহমান, বিএনপি নেতা হানিফ খন্দকার উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
