রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে চোর সন্দেহে পিটিয়ে মেকানিককে হত্যা, গ্রেপ্তার ৪

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলেন, শফিকুল ইসলাম (৪৪), মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯), মোঃ রিমন মিয়া (৩০) এবং মোঃ খাইরুন ইসলাম প্রঃ হৃদয় (২০)।

নিহত ওই ব্যক্তির নাম মো. ফোরকান মিয়া (৩৫)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল ২৬ ডিসেম্বর রাতে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে অবস্থিত ভাই ভাই নামে ভাঙ্গারী দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আসামি জাহিদুল ইসলাম রবিন (১৯) ও খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) চোর সন্দেহে ফোরকান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে দোকান মালিক শফিকুল ইসলামসহ অন্যরা লোহার শিকল দিয়ে ফোরকানের হাত-পা বেঁধে স্টিলের পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে আসামিরা মোবাইল ফোনে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে কল দিয়ে মারধরের চিৎকার শোনায়। ফোনে ফোরকান মিয়া স্ত্রীকে জানান, তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে।

অবস্থা গুরুতর হলে রাতে স্থানীয় এক রিকশাচালকের মাধ্যমে ফোরকান মিয়াকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানা মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X