শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি
expand
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে দরিদ্র-অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

ড্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী শেরপুর সদর উপজেলা বিএনপি এ মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব, অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, ড্যাব এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দিপুসহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি ডাঃ হারুন আল রশীদ বলেন, দেশে ৩৬টি মেডিকেল কলেজে দলীয় লোক বসানো ও আত্তীকরণের কারণে মানসম্পন্ন শিক্ষা নেই। বিএনপি সরকারে এলে শেরপুরে মানসম্মত মেডিকেল কলেজ করতে অনুরোধ করবো।

আয়োজকরা জানান, ফ্রী মেডিকেল ক্যাম্পে পাঁচ হাজারের বেশি রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন