

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সময় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সদরের ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।
এর আগে হামলায় আহত হন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, পৌরসভা ওয়ার্ড সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগ ছিলো। সেই অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরা ডাকপাড়া গেলে তাদের উপর অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে লোকজন হামলা চালায়। এতে অন্তত ১০জন আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। জামায়াত ইসলামীর নেতাকর্মীদের দাবি, বিএনপির লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর এ হামলা চালিয়েছে।  হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন বিএনপির সাথে রাজনৈতিক সহযাত্রী ছিল, কখনোই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে, আজকের ঘটনাটি তাদের মর্মাহত করেছে। কাজেই হামলাকারী সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কার করার জন্য বিএনপির প্রতি আহবান জানান এবং ভিডিও ফুটেজ দেখে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলাম বলেন, তারা ধর্মের কথা বলে প্রচারণা করার সময় হয়তোবা এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে ফিরিয়ে দেয়। এটাকে হামলা বলা উচিত হবে না। এছাড়া বিএনপি বা তার অঙ্গ সহযোগী কোন সংগঠনের নেতাকর্মী ও সমর্থক হামলা করেনি। এলাকার লোকজন তাদের ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তারা হামলার কথা বলে বেড়াচ্ছেন এবং বিএনপির উপর দায় চাপাচ্ছেন। এটা রাজনীতির মাঠে উচিত না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
