শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা
expand
বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং ছেলে ইমরান হোসেন (১৮)। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিন টিম তদন্ত পরিচালনা করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল, নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দোষীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন