শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছানো হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

তবে তিনি কবে বরিশাল সফরে আসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সর্বশেষ শনিবার সেই তারিখও স্থগিত করা হয়েছে।

বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা ছিল এবং বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল।

সার্বিক শিডিউল জটিলতার কারণেই সফরটি আপাতত পেছানো হয়েছে। তবে তিনি বরিশাল সফর করবেন -এ সিদ্ধান্ত বহাল রয়েছে। নতুন তারিখ পরবর্তীতে কেন্দ্র থেকে জানানো হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে আসবেন।

তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগের বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন দলটির স্থানীয় নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X