বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
দেলোয়ার হোসেন খাঁন সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে
expand
দেলোয়ার হোসেন খাঁন সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে

আমতলী উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে দেলোয়ার হোসেন খাঁন সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার শান্তিপুর্ণ নির্বাচনে তারা বিজয়ী হন।

জানাগেছে, আমতলী উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচন শনিবার শান্তিপুর্ণভাবে হাসপাতাল সড়কের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন খান, জসিম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম, মেহেদী হাসান ও মোঃ মাসুদ রানা প্রতিদ্বন্ধিতা করেন।

উৎসবমুখর নির্বাচনে ৬৪ ভোট পেয়ে দেলোয়ার হোসেন খাঁন সভাপতি বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধি জসিম উদ্দিন হাওলাদার ৪২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আমিনুল ইসলাম ৪৯ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সোহাগ সাংগঠনিক সম্পাদক ও শাহীন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে হুমায়ুন কবির প্রধান নির্বাচন কমিশনার এবং নুরুল ইসলাম কাওসার নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X