শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবনে কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
আটকৃত ফাতেমা খাতুন (৩৮)
expand
আটকৃত ফাতেমা খাতুন (৩৮)

বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক হয়েছেন ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা ফাতেমা খাতুন (৩৮)।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফাতেমার বাড়িতে অভিযান চালানো হয়। তার শয়নকক্ষের আলমারি ও খাটের নিচ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এ সময় নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইলও জব্দ করা হয়।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন